মেডিকেলের ফল প্রকাশের দিন বাবার মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

মেডিকেলের ফল প্রকাশের দিন বাবার মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু
মেডিকেলের ফল প্রকাশের দিন বাবার মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু © সংগৃহীত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তামান্না ইয়াসমিন (২০) নামে এক মেডিকেল পরীক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) তার মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের দিন সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামান্না ইয়াসমিন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ২নং দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল মান্নানের মেয়ে এবং সরকারি কেসি কলেজের ছাত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তামান্না ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় মুক্তিযোদ্ধা আব্দুল মতলেবের বাড়িতে মেসে ভাড়া থেকে পড়াশোনা করতেন। মেডিকেল পরীক্ষা দিয়ে গত সপ্তাহে তিনি বাড়িতে যান। এরপর গতকাল রবিবার সকালে বাসার মালিক অসুস্থতাজনিত কারণে মারা যান। খবর পেয়ে তামান্না তার বাবা আব্দুল মান্নানকে সঙ্গে নিয়ে তাকে দেখতে যান।

বাড়িল মালিককে দেখে ফেরার পথে পাগলা কানাই ব্যাকা ব্রিজ এলাকায় চলন্ত মোটরসাইকেলের চাকায় তামান্নার ওড়না পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। এ সময় তার বাবা আব্দুল মান্নানও আহত হন।

স্থানীয়রা দ্রুত দুই জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তামান্না ইয়াসমিন মারা যান। তার বাবা আব্দুল মান্নান বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহের সদর থানার ডিউটি অফিসার বিষয়টি মৃত্যু নিশ্চিত করেন।