ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ © সৌজন্যে প্রাপ্ত

ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পদ্মারপাড়ের বাহাদুরপুর বাজার এলাকায় দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচির মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি।

কম্বল বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের কো-অর্ডিনেটর প্রফেসর ড. শারমিন ইসলাম। আর্থিক সহযোগিতা প্রদান করেন ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের সম্মানিত বোর্ড সদস্যবৃন্দ, যাঁদের সহায়তায় এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়।

এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলেন কে. এম. মনিরুল ইসলাম, উপপরিচালক, অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্ট, ইস্টার্ন ইউনিভার্সিটি। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।