মেডিকেল ভর্তি: ‘পশ্চাৎপদ কোটা’য় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকারের দিন জানা গেল

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শুরু হবে ফল নিরীক্ষণের আবেদন। এরই মধ্যে ১৮ নভেম্বর শুরু হচ্ছে সংরক্ষিত আসনের প্রার্থীদের সাক্ষাৎকার। আজ রবিবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ ও ২১ ডিসেম্বর সংরক্ষিত আসনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ওই দিন সকাল ১০টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের ৩য় তলার সম্মেলন কক্ষে এই সাক্ষাৎকার নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত ভর্তি নীতিমালার ৮.১.১ নং অনুচ্ছেদে পশ্চাৎপদ জনগোষ্ঠির জন্য সংরক্ষিত আসনে নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটি কর্তৃক যাচাই-বাছাইপূর্বক অনুমোদনক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে উল্লেখ রয়েছে। তার প্রেক্ষিতে আগামী ১৮ ও ২১ ডিসেম্বর পশ্চাৎপদ জনগোষ্ঠির জন্য সংরক্ষিত আসনে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার (গ্রহণ করা হবে। যাচাই-বাছাই শেষে দাখিলকৃত তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে প্রাথমিক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

কোটার প্রার্থীদের যেসব কাগজপত্র লাগবে
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোটার প্রার্থীদের দাবির সপক্ষে এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি বা সমমান পরীক্ষার সনদের কপি, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র, রেজিষ্ট্রার্ড জন্ম সনদের কপি, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি, স্থানীয় জনপ্রতিনিধি প্রদত্ত মূল নাগরিক সনদপত্র, পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্রের কপি।

এ বছর পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মেডিকেলের মোট আসনের শতকরা ১ ভাগ সংরক্ষিত রয়েছে। এর মধ্যে রাঙামাটি মেডিকেল কলেজে শতকরা ২৫ ভাগ আসন এই সংখ্যার অন্তর্ভুক্ত। গত ১০ নভেম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার উপজাতীয় ও অ-উপজাতীয় প্রার্থী এবং পার্বত্য জেলা ব্যতীত অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীরা এমবিবিএস কোর্সের সংরক্ষিত আসনের জন্য এবং সকল জেলার উপজাতীয় প্রার্থীরা বিডিএস কোর্সের সংরক্ষিত আসনের জন্য বিবেচিত হবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত আসনে আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট উপজাতীয় বা পার্বত্য জেলার অ-উপজাতীয় সনদের স্মারক নম্বর বা সনদ নম্বর ও তারিখ এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সনদ নম্বর অনলাইন আবেদনে এন্ট্রি করতে হবে। স্মারক নম্বর বা সনদের নম্বর ও তারিখ ছাড়া বর্ণিত কোটায় অনলাইনে এন্ট্রি হবে না। কোটায় ভর্তির সুযোগ পেলে ভর্তির সময় প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারলে ভর্তির সুযোগ বাতিল হয়ে যাবে।