মেডিকেল-ডেন্টালের ফল পুনঃনিরীক্ষণ শুরু আগামীকাল, আবেদন যেভাবে করবেন

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের লোগোসহ
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের লোগোসহ © এআই সম্পাদিত ছবি

আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর) থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু হবে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল থেকে এসএমএসের মাধ্যমে ১ হাজার টাকা ফি দিয়ে এ আবেদন করা যাবে। চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। টেলিটক সিমের মাধ্যমে ফি জমা দিয়ে পরীক্ষার ফল পুণঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে। 

পূণঃনিরীক্ষার ফল আবেদনকারীকে টেলিটক বাংলাদেশ লি. থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি যেভাবে
টেলিটকের যেকোন প্রিপেইড মোবাইল থেকে এসএমএস করতে হবে। ১ম SMS: DGME<Space>RSC<Space>Roll No. লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME <Space>RSC Space>1116000) ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে।

২য় SMS: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME< Space >RSC<Space>YES<Space>PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে "(যেমন: DGME<Space>RSC<Space>YES<Space>12345678)" ফিরতি SMS-এ দিক প্রমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।