বিপিএলে নতুন অধ্যায় লিখতে ঢাকায় শোয়েব আখতার
- ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২০
‘ঢাকা- আমি আসছি অনেক দিন পর’—গেল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই বার্তায় নিজের আগমনের ইঙ্গিত দিয়েছিলেন শোয়েব আখতার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতেই ঢাকায় পৌঁছান পাকিস্তানের এই কিংবদন্তি পেসার।
খেলোয়াড়ি জীবনে বহুবার বাংলাদেশে এলেও এবার তার ভূমিকা একেবারেই ভিন্ন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে এসেছেন ৫০ বছর বয়সী শোয়েব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালস জানায়, একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল দল গড়ে তুলতেই শোয়েব আখতারকে মেন্টর হিসেবে যুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে তার দীর্ঘ অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা ও নেতৃত্বগুণ মাঠের ভেতরে ও বাইরে দলকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন : এশিয়ার প্যারা গেমসে ইতিহাস বাংলাদেশের
তবে এই সফরে ঢাকায় দীর্ঘ সময় থাকছেন না শোয়েব। জানা গেছে, আপাতত তিনি দুই দিন অবস্থান করবেন এবং পরে আবার ঢাকায় ফিরবেন।
উল্লেখ্য, পাকিস্তানের জার্সিতে শোয়েব ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বল করার স্বীকৃতি পাওয়া এই পেসার তার অসাধারণ গতির জন্যই বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন।
তবে ২০১১ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। বর্তমানে পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক হিসেবে নিয়মিত কাজ করছেন তিনি।