হাদির ওপর হামলা গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত: শিক্ষা অধিকার সংসদ

শরীফ ওসমান হাদি ও শিক্ষা অধিকার সংসদের লোগো
শরীফ ওসমান হাদি ও শিক্ষা অধিকার সংসদের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সম্প্রতি হত্যার উদ্দেশ্য গুলি করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা অধিকার সংসদ।

রবিবার (১৪ ডিসেম্বর) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও জড়িতদেরকে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় ।

বিবৃতিতে বলা হয়, জুলাই আন্দোলনের সংগঠক, নাগরিক অধিকারকর্মী ও তরুণ সমাজের কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। শিক্ষা অধিকার সংসদের একজন সক্রিয় সদস্য হিসেবে তিনি নাগরিক অধিকার ও শিক্ষা বিষয়ে সোচ্চার ভূমিকা রেখে আসছেন।

এতে বলা হয়, শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে শরীফ ওসমান হাদির ধারাবাহিক অবস্থান তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে নাগরিক সচেতনতা, সমালোচনামূলক চিন্তা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নিরাপদ, সহিংসতামুক্ত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাপরিবেশ নিশ্চিত করতেও তার অবদান উল্লেখযোগ্য।

আরও পড়ুন: আসামী পালিয়েছে বলে দায়মুক্তির চেষ্টা অথবা পালাতে সহযোগিতার প্লান হচ্ছে: জুমা

বিবৃতিতে আরও উল্লেখ বলা হয়, এমন এক সময়ে এই হামলা ঘটেছে, যখন দেশ নির্বাচনমুখী এবং শরীফ ওসমান হাদি নিজেও একটি আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণায় সক্রিয়। এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের—এমন প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষা অধিকার সংসদ।

সংগঠনটি অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি শরীফ ওসমান হাদির সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজন হলে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সহিংসতার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজের সব প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়। সবেশেষে বিবৃতিতে শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করা হয়।