গুলিবিদ্ধ হাদি

সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, তল্লাশি ও টহল বৃদ্ধি

তল্লাশি করছে বিজিবি
তল্লাশি করছে বিজিবি © সংগৃহীত

ঢাকায় সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনার পর সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের পলায়ন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় স্থাপন করা হয়েছে বিশেষ চেকপোস্ট এবং জোরদার করা হয়েছে টহল কার্যক্রম।

‎শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীতে সংঘটিত গুলিবর্ষণের ঘটনার পরপরই ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন) সীমান্তে কড়া নজরদারি শুরু করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যেন সীমান্ত বা সীমান্তসংলগ্ন এলাকা ব্যবহার করে পাশ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, ঘটনার পর থেকে অধীনস্থ ১৬টি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালিত হচ্ছে। সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

‎তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিজিবির সদস্যরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছেন।

‎উল্লেখ্য, হবিগঞ্জ জেলার প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা দায়িত্বে রয়েছে ৫৫ বিজিবি। সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসীদের পলায়ন প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সংস্থাটি কঠোর অবস্থান নিয়েছে।

‎বিজিবির পক্ষ থেকে স্থানীয় জনগণকে আহ্বান জানানো হয়েছে-সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপের তথ্য পেলে যেন দ্রুত নিকটস্থ বিওপি কর্তৃপক্ষকে জানানো হয়।