রাফিনিয়া ম্যাজিকে ওসাসুনাকে হারাল বার্সেলোনা

গোলের পর রাফিনিয়া
গোলের পর রাফিনিয়া © সংগৃহীত

রাফিনিয়া ম্যাজিকে লা লিগায় ওসাসুনাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। শনিবার (১৩ ডিসেম্বর) ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ওসাসুনাকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সাথে আবারও পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে বার্সেলোনা। ১৭ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৪৩, এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬। 

এদিন ঘরের মাঠে হান্সি ফ্লিকের দল ম্যাচের বড় একটি সময় গোলের সামনে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে ঠিক যখন দলের প্রয়োজন ছিল, রাফিনিয়া তখনই জ্বলে উঠেন। ম্যাচের ৭০ ও ৮৬ মিনিটে দুটি গোল করে করে দলকে জয় এনে দেন। 

এদিন  শুরুটা দারুণ করে বার্সেলোনা। ফেরান তোরেস দু’বার খুব কাছাকাছি গিয়েও গোল করতে পারেননি। অন্যদিকে মার্কাস রাশফোর্ডের একটি পেনাল্টির দাবি নাকচ করে দেন রেফারি। অন্য প্রান্তে ওসাসুনার আন্তে বুদিমির বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে ব্যস্ত রাখেন এবং গতিময় ভিক্টর মুনোজ বার্সার রক্ষণভাগে বেশ কিছু সমস্যা তৈরি করেন। 

২৪তম মিনিটে রাশফোর্ডের নিখুঁত ক্রস থেকে ফেরান তোরেস হেডে বল জালে পাঠান, কিন্তু কর্নার থেকে আক্রমণের শুরুতে অফসাইড থাকায় গোলটি বাতিল হয়ে যায়।

প্রথমার্ধ গোল শূন্য থাকার পরও দ্বিতীয়ার্ধের লম্বা সময় গোলের দেখা পাচ্ছিলো না বার্সেলোনা। মনেই হচ্ছিল ঘরের মাঠে গোল শূন্য ড্র করে কিনা। ঠিক তখনই অধিনায়ক রাফিনিয়া ২০ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত শটে গোল করে অচলাবস্থা ভেঙে দেন।

ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে হোর্হে এরান্দো বল জালে পাঠালেও গোলরক্ষক হোয়ান গার্সিয়ার ওপর ফাউলের কারণে সেই গোল বাতিল হয়। এর কিছুক্ষণ পরই তিন গজ দূর থেকে ভলিতে নিজের দ্বিতীয় গোল করে ওসাসুনার শেষ প্রতিরোধও ভেঙে দেন রাফিনিয়া। এই জয়ে বার্সেলোনা এখন শীর্ষে সাত পয়েন্টে এগিয়ে থাকলেও, রবিবার রাতে আলাভেসকে হারাতে পারলে রিয়াল মাদ্রিদ ব্যবধান কমিয়ে চার পয়েন্টে নামিয়ে আনতে পারে।