সৌদিতে ইতিহাস গড়ল বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা নিয়ে সিনেমা, জিতল ১ কোটি ২২ লাখ টাকা

লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্য
লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্য © সংগৃহীত

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের দুই শিশুর জীবনসংগ্রাম নিয়ে নির্মিত সিনেমা ‘লস্ট ল্যান্ড’ সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতেছে। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২২ লাখ টাকা।

চলতি বছরের ৪ ডিসেম্বর শুরু হওয়া উৎসবটি শেষ হয়েছে আজ ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে। এর আগেই গতকাল আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়। উৎসবে মোট ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়, যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল সেরা সিনেমার পুরস্কার। শক্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে সব সিনেমাকে পেছনে ফেলে শীর্ষ পুরস্কারটি ছিনিয়ে নেয় ‘লস্ট ল্যান্ড’।

জাপান, মালয়েশিয়া, ফ্রান্স ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ‘লস্ট ল্যান্ড’ পঞ্চম রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে অংশ নেয়। সিনেমাটি পরিচালনা করেছেন জাপানের তরুণ নির্মাতা আকিও ফুজিমোটো। রোহিঙ্গা সংকটের মানবিক দিক তুলে ধরতেই তিনি এই চলচ্চিত্রটি নির্মাণ করেন।

সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে ৯ বছরের সামিরা ও ৪ বছরের সাফি। দুই ভাই-বোন। হঠাৎ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা হারিয়ে ফেলে তাদের পরিচিত জীবন ও বসতি। আশ্রয় নেয় বাংলাদেশের একটি রোহিঙ্গা ক্যাম্পে। সেখান থেকেই পরিবারের খোঁজে তারা বেছে নেয় মালয়েশিয়ার দিকে এক ভয়ংকর ও অনিশ্চিত যাত্রাপথ। মানবিক আবেগ, বাস্তবতার নির্মমতা ও শিশুমনের সাহস—সব মিলিয়ে গল্পটি দর্শকদের গভীরভাবে নাড়া দেয়।

যদিও গল্পের পটভূমি বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে, আইএমডিবি সূত্র অনুযায়ী সিনেমাটির শুটিং হয়েছে থাইল্যান্ডে।শিশু চরিত্রে অভিনয় করেছে মোহাম্মাদ শফিক রিয়াস উদ্দীন ও সোমিরা রিয়াস উদ্দীন।

‘লস্ট ল্যান্ড’ এর আগেও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সিনেমাটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তে’ বিভাগে প্রদর্শিত হয় এবং সেখান থেকে বিশেষ জুরি পুরস্কার অর্জন করে।