হাদিকে গুলি

সন্দেহভাজন ব্যক্তি ও সাদিক কায়েমের চা পানের এআই ছবিকে আসল বলে বক্তব্য দিলেন রিজভী

নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সঙ্গে ডাকসুর ভিপি সাদিক কায়েমের চা পানের এআই দিয়ে তৈরি ছবি
নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সঙ্গে ডাকসুর ভিপি সাদিক কায়েমের চা পানের এআই দিয়ে তৈরি ছবি © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সঙ্গে ডাকসুর ভিপি সাদিক কায়েমের চা পানের এআই দিয়ে তৈরি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ছড়িয়ে পড়া এআই ছবিকে আসল বলে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ওসমান হাদির ওপর হামলা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রশ্ন রেখে বলেন, ঘটনায় শনাক্ত ব্যক্তি ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম এর সঙ্গে একই টেবিলে চা খাচ্ছেন- এর বিচার কে করবে?

আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওসমান হাদির ওপর হামলা এবং চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিলপূর্বক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

তবে রিউমর স্ক্যানার ও দ্য ডিসেন্ট ফ্যাক্টচেক করে ইতোমধ্যে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে সৃষ্ট বলে নিশ্চিত করেছেন। 

এদিকে, ভিপি সাদিক কায়েম রুহুল কবির রিজভী প্রদত্ত বক্তব্যে ভুয়া ছবি নির্ভর যে মিথ্যা অভিযোগ তুলেছেন, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন। ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সাথে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন, তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবে প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ নয়।

‘‘যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন, তারা যখন যেকোনো সংকটে সত্য জানার চেষ্টা না করে আওয়ামী নির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তখন আগামীর দেশ বিনির্মাণে তাদের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়।’’

তিনি আরও বলেন, আমাকে নিয়ে আজকে বিএনপির সমাবেশে জনাব রুহুল কবির রিজভী প্রদত্ত বক্তব্যে ভুয়া ছবি নির্ভর যে মিথ্যা অভিযোগ (আমার সাথে শুটার একই টেবিলে চা খাচ্ছেন দাবিতে) তুলেছেন, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দল হিসেবে বিএনপি এবং ব্যক্তি রিজভী নিজেকে অপতথ্য ছড়ানোর অপরাধ থেকে দায়মুক্ত করার আহ্বান জানাচ্ছি।