পাঁচ আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

দুই সন্ত্রাসী গ্রেপ্তার
দুই সন্ত্রাসী গ্রেপ্তার © টিডিসি ফটো

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন ওরফে বরকত এবং লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে পারভেজ হোসেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে বরকতের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় আলাউদ্দিন ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তবে এ সময় বাসায় থাকা আরও তিনজন এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।

পলাতকরা হলেন- বিরাহীমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজের ছেলে ইকবাল এবং কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

অভিযানে একটি বিদেশি রিভলবার, চারটি দেশীয় এলজি, ১৬ রাউন্ড গুলি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার আলাউদ্দিন ওরফে বরকতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ প্রায় ১৭-১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।