হাদিকে গুলি করা ব্যক্তির তথ্য দিলে পুরষ্কার দেবে পুলিশ

হাদির হামলাকারীদের ছবি
হাদির হামলাকারীদের ছবি © টিডিসি সম্পাদিত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের শনাক্ত করেছে পুলিশ। হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে অভিযান জোরদার করা হয়েছে এবং অভিযুক্তদের সম্পর্কে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে হামলাকারীদের বিষয়ে তথ্য দিলে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় জোর অভিযান পরিচালনা করছে।

এতে আরও বলা হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত একজনের ছবি প্রকাশ করা হয়েছে এবং তাকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্য চাইল পুলিশ

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রকাশিত ছবির ব্যক্তি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে বা তার অবস্থান সম্পর্কে কিছু জানা থাকলে দ্রুত ডিএমপির নির্ধারিত মোবাইল নম্বর অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এ ক্ষেত্রে ডিসি মতিঝিলের মোবাইল নম্বর ০১৩২০০৪০০৮০ এবং ওসি পল্টনের মোবাইল নম্বর ০১৩২০০৪০১৩২-এও যোগাযোগ করা যেতে পারে।

পুলিশ জানায়, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক ও কার্যকর তথ্য প্রদানকারীদের উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয় বলে জানা গেছে। জুমার নামাজের আগে বেলা ১১টা ৫২ মিনিটে সামাজিক মাধ্যম ফেসবুকে ওসমান হাদি লেখেন, ‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।’

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘জুমার নামাজের পর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।’ তিনি আরও জানান, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে দুইজন ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলের নিকটবর্তী একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনা যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই দুই যুবককে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। ফুটেজে আরও দেখা যায়, একটি মোটরসাইকেলে করে আসা দুইজন অজ্ঞাত ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি চালায় এবং হামলার সাথে সাথে দ্রুত এলাকা ত্যাগ করে। এ সময় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। হামলার পুরো মুহূর্তটি সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়ে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার পর গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে হাসপাতালে আনা হয় এবং সঙ্গে সঙ্গেই তার চিকিৎসা শুরু হয়।

এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হামলা অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা।

তিনি বলেন, এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে।

এদিন বিকেলে হাদির ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তি পাঠিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।