ঢামেকে ওসমান হাদিকে দেখে যা বললেন জামায়াত আমির

ঢামেক হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির
ঢামেক হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির © সংগৃহীত

গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢামেকে যান জামায়াত আমির। এ সময় চিকিৎসকদের কাছ থেকে হাদির শারীরিক খোঁজখবর নিয়ে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।

ঢাকা মেডিকেল থেকে বেরিয়ে আসার সময় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, তফসিল ঘোষণার ঠিক পরেরদিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং জুলাই যোদ্ধাকে টার্গেট করে গুলি করার ঘটনা গভীর উদ্বেগের। এই জাতীয় ঘটনাকে কোনভাবেই ছোট করে দেখা যায় না, যাবে না। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। একই সাথে এই ঘটনার পিছনের শক্তি কে বা কারা সেটি জাতির সামনে স্পষ্ট করতে হবে।

এ সময় আমিরে জামায়াতের সঙ্গে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজী মুহাম্মদ এনায়েত উল্লাহসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।