ওসমান হাদির রুমের সামনে দাঁড়িয়ে কাঁদছেন হাসনাত আবদুল্লাহ

ওসমান হাদি ও হাসনাত আব্দুল্লাহ
ওসমান হাদি ও হাসনাত আব্দুল্লাহ © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি আছেন। ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ বলেন, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তিনি এখন কোমায় আছেন।

এমতাবস্থায় হাদিকে দেখতে হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালে হাদি যে রুমে ভর্তি আছেন সে রুমের ভিতরে দিকে তাকিয়ে হাসনাত কাঁদছেন।

এর আগে হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানার সাথে সাথেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি লিখেন, ‘আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।’