বিডা চেয়ারম্যান আশিকের নেতৃত্বে বিশ্ব রেকর্ডের পথে বাংলাদেশ
- ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী নেতৃত্বে আকাশে ঝাঁপ দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছর উপক্ষে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে বিজয় জানিয়েছেন।
ফেসবুক পোস্টে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, ‘স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে আমরা ৫৪ জন আগামী ১৬ই ডিসেম্বর ঢাকার আকাশে ঝাঁপ দিবো ইনশাআল্লাহ। সাথে থাকবে লাল সবুজের পতাকা। সব ঠিক থাকলে টিম বাংলাদেশ গড়বে নতুন একটি বিশ্ব রেকর্ড।‘ এসময় তিনি সবাইকে দৃশ্যটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানান।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই-পাস্ট মহড়া পরিচালনা করবে। এই আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। একইসঙ্গে এদিন চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড শো।