উত্তরা ইউনিভার্সিটিতে আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা 

আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা
আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা © সৌজন্যে প্রাপ্ত

আঞ্চলিক ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উত্তরা ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের (ইউইউডিসি) উদ্যোগে বেলা সাড়ে বারোটায় ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

অঞ্চল হিসেবে আমিই সেরা এ বিষয়কে সামনে রেখে প্রতিযোগিতায় বিতার্কিকরা প্রত্যেকে নিজ নিজ বিভাগকে বিভিন্ন পেশার চরিত্রে রম্যের মাধ্যমে ফুটিয়ে তোলেন। আঞ্চলিক এ রম্য বিতর্কে অঞ্চলভেদে অংশগ্রহণ করে বরিশাল, ময়মনসিংহ, যশোর, পুরান ঢাকা, নোয়াখালী ও রংপুর অঞ্চলের ৬ শিক্ষার্থী। 

বিতর্কের সম্পূর্ণ সময় শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত অনুভব করেন, যা আয়োজনকে আরো বেশি সুন্দর করে তোলে। যুক্তি, গান এবং কবিতার মাধ্যমে বিতার্কিকরা নিজেদের অঞ্চলের অনন্যতা ফুটিয়ে তোলে এবং হাস্য-রসিকতার মাধ্যমে অন্যান্যের থেকে নিজেদের সেরা প্রমাণ করার চেষ্টা করে। 

বিচারকদের ফলাফলের ভিত্তিতে ১ম স্থান অবস্থান করেন ময়মনসিংহ অঞ্চলের প্রতিনিধি, ২য় স্থান অবস্থান করেন বরিশাল অঞ্চলের প্রতিনিধি এবং ৩য় স্থান অবস্থান করেন নোয়াখালি অঞ্চল প্রতিনিধি। সর্বশেষ বিজয়ীদের ক্রেস্টসহ সকল প্রতিযোগীদের মেডেল প্রদান করা হয়।

ইউইউডিসির প্রেসিডেন্ট শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর হাসপিয়া বাসিরুল্লাহ, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের (এফডিটি) চেয়ারম্যান প্রফেসর ফারুক মোহাম্মদ মাসুদ, ডেপুটি ডিরেক্টর অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকেরা।

সর্বশেষ বিজয়িদের ক্রেস্টসহ সকল প্রতিযোগীদের মেডেল প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।