১৮ দিনের ছুটিতে কবি নজরুল সরকারি কলেজ

ফটক,  কবি নজরুল সরকারি কলেজ
ফটক, কবি নজরুল সরকারি কলেজ © টিডিসি ফটো

‎রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজ শীতকালীন অবকাশ, বিজয় দিবস এবং যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে টানা ১৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। কলেজ প্রশাসনের নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৪ ডিসেম্বর (রবিবার) থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

‎বুধবার (১০ ডিসেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল বিভাগীয় প্রধান, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য জানানো যাচ্ছে যে, শীতকালীন অবকাশ, বিজয় দিবস এবং যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে আগামী ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে। এসময় সরকার নির্ধারিত ছুটি ব্যতীত অফিস ও বিভাগের সকল কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

‎তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের চলমান পরীক্ষা এবং জাতীয় দিবস উপলক্ষে কর্তব্যরত সকল কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারী যথা সময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন এবং বিজয় দিবস উপলক্ষে শিক্ষকসহ সকলের উপস্থিতি একান্ত কাম্য। অবকাশকালীন কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ না করার জন্য অনুরোধও করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

‎ছুটি শেষে কলেজে নিয়মিত শ্রেণি কার্যক্রম ১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

‎রসায়ন বিভাগের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী জেমী বলেন, শীতকালীন বন্ধ পেয়েছি। কিন্তু, পরীক্ষা চলমান থাকায় বাসায় যেতে পারবো না। এজন্য খুব খারাপ লাগছে।

‎অন্যদিকে বোটানি বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী তানিয়া বলেন, বন্ধে বাড়ি যেতে পারলেও চিন্তা কাজ করছে। কেননা, বন্ধ শেষ হলেই পরীক্ষা শুরু হবে। তবুও আলহামদুলিল্লাহ বাড়িতে গিয়ে বাবা-মায়ের সাথে শীতের পিঠা আর খেজুরের রস খেতে পারবো।