পদত্যাগপত্রে যা লিখেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- ১০ ডিসেম্বর ২০২৫, ২১:৩১
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, নির্বাচনে প্রার্থী হয়ে সরকারে থাকাটা তিনি ‘নৈতিকভাবে শোভন’ মনে করেন না।
পদত্যাগপত্রের শুরুতেই তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত বীর যোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ লিখেছেন, ‘ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ ফ্যাসিবাদি শাসনের অবসানের পর নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আপনার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কাজ করার সুযোগ পাওয়া আমার জীবনের এক গৌরবময় অভিজ্ঞতা। গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে আমি নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করেছি।’
সরকার থেকে সরে দাঁড়ানোর কারণ এবং নিজের নৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি লিখেছেন, ‘উদ্ভূত রাজনৈতিক প্রেক্ষাপটে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আইনিগত বাধ্যবাধকতা না থাকলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নির্বাচনে অংশগ্রহণকারী কোনো উপদেষ্টার নির্বাচনকালীন সরকারে থাকা নৈতিকভাবে শোভন নয়।’
তিনি আরও উল্লেখ করেন, ‘স্বচ্ছ, নিরপেক্ষ এবং স্বার্থের সংঘাতহীন নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই আমার পদ থেকে সরে দাঁড়ানোকে আমি যথাযথ মনে করছি।’
চিঠির শেষাংশে তিনি লিখেন, ‘এমতাবস্থায়, আপনার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ হতে আমাকে অব্যাহতি প্রদানের জন্য আপনার নিকট সবিনয় অনুরোধ করছি। আল্লাহতায়ালার রহমতে দেশ ও জনগণের কল্যাণে আমার আগামী পথচলায় আপনার দোয়া কামনা করছি।’