কূটনৈতিক পাসপোর্ট জমা দিলেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে একটি সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, তিনি আজ সকালে তার নিজের আয়-ব্যয়ের হিসেব বিবরণী দাখিল করেছেন। 

বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পদত্যাগের বিষয়ে আমি কিছু বলতে পারবো না এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে। 

তিনি আরও বলেন, আমি এখন একটি দায়িত্বের মধ্যে রয়েছি তাই আমাকে নিয়ম মেনে চলতে হয়। তবে আমি নির্বাচন করবো। তবে কোন দল এবং কোন আসন সেটি আমি পরে জানিয়ে দেব। এ বিষয়ে এখন আর করতে পারছি না। 

এর আগে, আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতেই উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তিনি প্রথমে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে শ্রম মন্ত্রণালয় বাদ দিয়ে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়া উপদেষ্টা রয়েছেন ২২ জন। আসিফ মাহমুদ পদত্যাগ করায় উপদেষ্টাদের সংখ্যা হলো ২১ জন। প্রধান উপদেষ্টা পাঁচ মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে রয়েছেন। ১০ জন ছাড়া বাকি সব উপদেষ্টা একাধিক মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।