জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কি আজই?
- ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তফশিল ঘোষণা করবেন।
বিটিভি ও বেতারকে ইসি সচিবালয় চিঠি দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ভাষণের মাধ্যমে তফশিল ঘোষণা হবে। ১০ ডিসেম্বর এটি হতে পারে, আর সময় নেই। ১১ ডিসেম্বরের মধ্যে তফশিল দিতে হবে।’
আরও পড়ুন: আসিফ-মাহফুজ পদত্যাগ করছেন আজ, নতুন উপদেষ্টা হচ্ছেন কারা?
তিনি আরও বলেন, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে। বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন। চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত দলের প্রতীক থাকবে না বলেও জানান তিনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, তফশিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটি সময়ের ব্যাপার মাত্র। আসন বিন্যাস, আইন অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারদের নিয়ে প্রজ্ঞাপনসহ বিভিন্ন বিষয়ে অন্তত ২০টি পরিপত্র জারি হতে পারে।