আজ প্রথম ধাপের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করবে এনসিপি
- ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা বুধবার (১০ ডিসেম্বর) ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার সকাল ১০টায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।