এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এক বিভাগের শিক্ষক পদ বিলুপ্ত করে নতুন দুই পদ সৃষ্টি

মাউশি লোগো
মাউশি লোগো © সৌজন্যে প্রাপ্ত

মাধ্যমিক পর্যায়ের স্কুলে ‘ভৌতবিজ্ঞান’বিষয়ের শিক্ষক পদ বিলুপ্ত করে দুটি পৃথক পদ, সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান) ও সহকারী শিক্ষক (রসায়ন) সৃষ্টির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বিজ্ঞানের দুই শাখায় বেশি শিক্ষকদের নিয়োগের সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রবিবার (০৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়েছে।

এদিকে জারি করা নীতিমালায় বলা হয়েছে, এ নীতিমালা জারি হওয়ার পর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) পদে কর্মরত শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানে পদার্থবিজ্ঞান, রসায়ন হলে ওই শিক্ষককে সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান, রসায়ন) পদে সমন্বয় করতে হবে। সমন্বয়ের পর অবশিষ্ট ১টি শূন্যপদে সহকারী শিক্ষক (রসায়ন, পদার্থবিজ্ঞান) এনটিআরসিএতে চাহিদা দিতে হবে।

এ ছাড়াও বলা হয়েছে, এ নীতিমালা জারির আগে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা অফিস সহকারী কাম হিসাব সহকারী হিসেবে কর্মরত আছেন তাদের পদবী হিসাব সহকারী হিসেবে পরিবর্তিত হবে।