শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির

মাউশি লোগো
মাউশি লোগো © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধসহ সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একাধিক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক চিঠিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, পরিবেশ সংরক্ষণ ও বায়ুদূষণের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি বিবেচনায় বায়ুদূষণ রোধে বর্জ্য ও পাতা পোড়ানো বন্ধ এবং সচেতনাত সৃষ্টির লক্ষ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কয়েকটি কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ করা হয়েছে।

কার্যক্রমগুলো হলো- শিক্ষা প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা, গাছের লতাপাতা এবং বায়োমাস উন্মুক্তভাবে না পোড়ানো। শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্ট জৈব আবর্জনা, গাছের লাতাপাতা এবং বায়োমাস না পুড়িয়ে নির্দিষ্ট স্থানে গর্তের মধ্যে সংরক্ষণ করে জৈব সার বা কম্পোস্ট তৈরি করার পদক্ষেপ নেয়া। শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্ট ধূলাবালি ও ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে যত্রতত্র না ফেলে সিটি কর্পোরেশন বা পৌরসভার নির্ধারিত স্থানে ফেলা। 

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, মাঠ, খোলা জায়গায় নিয়মিত পানি ছিটানোর ব্যবস্থা করা। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ ঘাস বা গাছপালা লাগিয়ে আবৃত রাখা। বায়ুদূষণের স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। প্লাস্টিক বর্জ্যগুলোকে জৈব বর্জ্য বা বায়োমাসের সাথে না মিশিয়ে উৎসে পৃথকীকরণ করে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর বিধি-৬ মোতাবেক ব্যবস্থা নেয়া কথা বলা হয়েছে চিঠিতে।