শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, অধ্যাদেশের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
- ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:৩৫
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া ৭ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অধ্যাদেশের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৮ ডিসেম্বর) রাতেও শিক্ষা ভবনের সামনে তাদের আন্দোলন করতে দেখা গেছে।
রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা আজ শিক্ষা উপদেষ্টার সঙ্গে বসেছিলাম। তার সঙ্গে আলোচনা করে আমরা আশ্বস্ত হয়েছি যে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় হবে। কিন্তু অধ্যাদেশ জারিতে দেরি করছে। তাই আমাদের আন্দোলন চলবে।
আরও পড়ুন: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৭ সিদ্ধান্ত জানাল শিক্ষা মন্ত্রণালয়
আগামীকাল (৯ ডিসেম্বর) থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে তারা আরও বলেন, অধ্যাদেশ নিয়েই আমরা ক্লাস ফিরবো।
এর আগে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষা জীবন এবং সামগ্রিক শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।