ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এল ১০,৭৭১ কোটি টাকা
- ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০৯
চলতি মাসের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে ৭৮৬ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১০ হাজার ৭১১ কোটি টাকা (১ ডলারে ১২২.২৮ টাকা ধরে)। গেল বছরে একই সময়ে দেশে এসেছিল ৬১৬ মিলিয়ন মার্কিন ডলার।
সোমবার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। যা চলতি অর্থবছরের যেকোনো মাসের তুলনায় সর্বোচ্চ।
এর আগে, গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।