এমপিও নীতিমালায় অনার্স-মাস্টার্স কলেজ শিক্ষকরা অন্তর্ভুক্ত হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা

অনার্স-মাস্টার্স কলেজ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ
অনার্স-মাস্টার্স কলেজ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ © ফাইল ছবি

সংশোধিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ জারি করেছে সরকার। নীতিমালায় অনার্স-মাস্টার্স কলেজ শিক্ষকদের অন্তর্ভুক্ত করায় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্সস-মাস্টার্স শিক্ষক ফেডারেশন।

রবিবার (৭ ডিসেম্বর) রাতে পাঠানো এক বিবৃতিতে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নেকবর হোসেন বলেন, "জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ "এ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকদের অন্তর্ভুক্ত করায় বর্তমান অন্তবর্তী কালীন সরকারের প্রতি  ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে দীর্ঘ ৩২ বছর আমাদের আন্দোলন সংগ্রামে পাশে থেকে সংবাদ প্রকাশ করে সহযোগিতা  করার জন্য মিডিয়ায় দায়িত্বপ্রাপ্ত ভাইদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারাদেশে কর্মরত ৩৮০ টি কলেজে অনার্স মাস্টার্স কোর্সের কর্মরত নন এমপিও  ৩৫০০ শিক্ষককে দ্রুত এমপিও ভুক্তির ব্যবস্থা করতেও অনুরোধ করছি। এই নীতিমালায় অনার্স-মাস্টার্স স্তর অন্তর্ভূক্ত করায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার গুনগতমান ও শিক্ষকদের জীবনমান উন্নত হবে।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মেহেরাব আলী বর্তমান অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও ঢাকা বিভাগের সমন্বয়ক মো. রফিকুল ইসলাম বর্তমান অন্তবর্তী কালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বেসরকারি  শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনার্স-মাস্টার্স শিক্ষকদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল ও বেসরকারি কলেজে দীর্ঘ ৩২ বছর পরে ৩৫০০ শিক্ষকদের বৈষম্য নিরসনে সরকারি দলিল।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা বিভাগের সমন্বয়ক মো. জামির হোসেন বলেন, ১৯৯৩ সাল থেকে বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকরা বেতন বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করেছেন কিন্তু কোন সরকার আমলে নেয়নি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, আবেদন নিবেদন করে বর্তমান অন্তর্বর্তী সরকার অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির লক্ষ্যে নীতিমালায় অন্তর্ভুক্ত করায় সরকারের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।