হবিগঞ্জে নিখোঁজ কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

‎‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আল-আমিন (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গোয়ালিয়া দিঘির পাড়ের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আল-আমিন ওই এলাকার মাসুক মিয়ার ছেলে।

‎ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নান্নু মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাঁশঝাড়ে কিশোরের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

‎নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মোবাইল ফোন কেনার বায়না ধরে গত শুক্রবার সকালে আল-আমিন বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেননি। তিন দিন পর আজ সকালে বাঁশঝাড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎পুলিশ বলছে, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। তবে অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।