হামদর্দ পাবলিক কলেজে ‘এক্সপোজার ফটোগ্রাফি কনটেস্ট-২০২৫’ অনুষ্ঠিত

হামদর্দ পাবলিক কলেজে এক্সপোজার ফটোগ্রাফি কনটেস্ট-২০২৫ অনুষ্ঠিত
হামদর্দ পাবলিক কলেজে এক্সপোজার ফটোগ্রাফি কনটেস্ট-২০২৫ অনুষ্ঠিত © সংগৃহীত

ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদর্দ পাবলিক কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘এক্সপোজার ফটোগ্রাফি কনটেস্ট-২০২৫’। এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল সৃজনশীল শিল্পবোধ ও নতুন প্রজন্মের প্রতিভা উন্মোচন করা। প্রতিযোগীরা ক্যামেরায় ধারণ করেন প্রকৃতি, মানুষ, সংস্কৃতি, আলো–ছায়া এবং দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত। তাদের সৃজনশীলতা বিচারকমণ্ডলীর প্রশংসা কুড়ায়।

শনিবার (৬ ডিসেম্বর) কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন-এর অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। 

বিচারকমণ্ডলীর নিখুঁত মূল্যায়নের মাধ্যমে ঘোষণা করা হয় চ্যাম্পিয়ন, রানার আপ এবং বিশেষ বিভাগে পুরস্কারপ্রাপ্তদের নাম। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি, সার্টিফিকেট ও বিশেষ সম্মাননা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. নজরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ফটোগ্রাফি শুধু শিল্প নয়, এটি একটি শক্তিশালী অভিব্যক্তি—যা তরুণদের ভাবনা, দৃষ্টিভঙ্গি ও মানবিকতা প্রকাশ করে।’