বিপিএলে ঢাকা ক্যাপিটালসের কোচিং প্যানেলে আরেক চমক

ঢাকা ক্যাপিটালস লোগো
ঢাকা ক্যাপিটালস লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের শিরোপায় চোখ রেখে এবারও শক্তিশালী স্কোয়াড গড়েছে ঢাকা ক্যাপিটালস। নিলামের আগেই সাইফ হাসান ও তাসকিন আহমেদকে ভেড়ায় তারা। এ ছাড়া বিদেশি কোটায় সরাসরি চুক্তিতে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের উসমান খানকে স্কোয়াডে টেনেছে তারা।

এদিকে দলটির মেন্টর হিসেবে পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারকেও দেখা যাবে। এ ছাড়া প্রধান কোচের দায়িত্ব পালন করবেন টবি রেডফোর্ড। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সরাসরি কাজ না করলেও বিসিবির এইচপি ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি।

এবার কোচিং প্যানেলে আরও এক চমক নিয়ে হাজির রাজধানীর দলটি। তাদের সহকারী কোচ হিসেবে যুক্ত হলেন গোলাম মুর্তজা। দেশের বিভিন্ন পর্যায়ের দলে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার। এরই মধ্যে রাজশাহীর সাবেক এই ক্রিকেটারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এ ছাড়া সিনিয়র সহকারী হিসেবে আগেই মাহবুব আলি জ্যাকি নিয়োগ পেয়েছিলেন।

আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় বিপিএলের জন্য নিলাম থেকে শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও সাব্বির রহমানকে দলে নেয় রাজধানীর দলটি। স্কোয়াডে আরও আছেন নাসির হোসেন, ইরফান শুক্কুর ও মোহাম্মদ মিঠুনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। সবশেষে ইমাদ ওয়াসিমকে নিয়ে আরেকটি বড় চমক দেয় ঢাকা ক্যাপিটালস।

ঢাকা ক্যাপিটালস

সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস 

নিলাম থেকে নেওয়া স্থানীয় ও বিদেশি ক্রিকেটার: শামীম পাটোয়ারী (৫৬ লাখ), সাইফউদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ) , নাসির হোসেন (১৮ লাখ), তোফায়েল আহমেদ (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ), দাসুন শানাকা (৫৫ হাজার ডলার), জুবাইরউল্লাহ আকবর (২০ হাজার ডলার)