‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ নিয়ে নতুন নির্দেশনা ইসির
- ০৬ ডিসেম্বর ২০২৫, ১৩:২৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটারদের সঠিক ঠিকানা প্রদান করতে বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় যদি সঠিক ঠিকানা দেওয়া না হয়, তবে সংশ্লিষ্ট ভোটারের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।
শনিবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকালে ইসির পক্ষ থেকে পাঠানো একটি খুদে বার্তায় এই নির্দেশনা জানানো হয়।
বার্তায় প্রবাসী ভোটারদের উদ্দেশে ইসি বলেছে, পোস্টাল ব্যালট পেতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়ম অনুসারে সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল বা কোনো পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।
ইসি আরও জানিয়েছে, নিবন্ধনের সময় ভুল ঠিকানা দেওয়া হলে ৬ ডিসেম্বরের (আজ) মধ্যে অ্যাপের ‘এডিট’ অপশন ব্যবহার করে তা সংশোধন করতে হবে।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময়সীমা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এই উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন।