খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় রুয়েটে দোয়া অনুষ্ঠিত
- ০৫ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থাতা কামনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রুয়েটের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনাসহ সমগ্র দেশের সার্বিক শান্তি, উন্নতি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, বিভিন্ন বিভাগের প্রধান, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালকবৃন্দ, এল্যামনাইগন, রাজশাহী এলজিইডির প্রকৌশলী রোমেল হাইদার, সেরিকালচারের প্রকৌশলী লুৎফর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণমান্য ব্যক্তিরা। মাহফিলে দোয়া পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম।
প্রসঙ্গত, কিডনি জটিলতা ও ফুসফুসের সংক্রমণের কারণে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। রুয়েটের প্রাক্তন এল্যামনাইগনও এ বিষয়ে উদ্বিগ্ন হয়ে বেগম জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্হ্য কামনায় দোয়ার আহবান জানিয়েছেন। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রর্থনার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাশনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রর্থনারও আহ্বান জানানো হয়েছে।