পুতিনের স্পষ্ট হুঁশিয়ারি, দনবাস অঞ্চল যেকোনো মূল্যে দখল করব

ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন © ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের দনবাস অঞ্চল যেকোনো মূল্যেই দখল করব। ইউক্রেন সেনাবাহিনী দনবাস অঞ্চল ভালোভাবে ছেড়ে না দিলে রাশিয়া শক্তি প্রয়োগ করে হলেও পুরো অঞ্চলটিই দখল করবে। ইউক্রেন যুদ্ধ সমাপ্তির বিষয়ে কোনো সমঝোতায় যাওয়ার সম্ভাবনাও তিনি সরাসরি নাকচ করেছেন।

দুদিনের ভারত সফরে বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘ইউক্রেনের সেনারা হয় এ অঞ্চল ছেড়ে চলে যাবে, নয় আমরা সামরিকভাবে বা অন্য কোনো উপায়ে এ অঞ্চলকে মুক্ত করব।’

বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের প্রায় ৮৫ শতাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। সামগ্রিকভাবে এখন ইউক্রেনের প্রায় ১৯ শতাংশ ভূখণ্ড রাশিয়ার হাতে, যার মধ্যে আছে ২০১৪ সালে দখল হওয়া ক্রিমিয়া, লুহানস্কের পুরো অংশ, দোনেৎস্কের ৮০ শতাংশ এবং খেরসন–জাপোরিঝঝিয়ার প্রায় ৭৫ শতাংশ এলাকা। খারকিভ, সুমি, মাইকোলাইভ ও নিপ্রোপ্রোভস্ক অঞ্চলের কিছু সীমান্তভাগও রুশ নিয়ন্ত্রণে। অন্যদিকে, দোনেৎস্কের প্রায় ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা এখনো ইউক্রেনীয় বাহিনীর দখলে রয়েছে।

ইউক্রেন জানিয়েছে, রাশিয়া যুদ্ধক্ষেত্রে যেখানে ব্যর্থ হয়েছে, মস্কো সেসব অঞ্চল ছাড়তে চায় না। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনো ধরনের ভূখণ্ডগত ছাড় দেওয়ার সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দেন। জেলেনস্কি বলেন, “যুদ্ধ শুরু করেছে রাশিয়া। তাই তাদের পুরস্কৃত হওয়ার কোনো প্রশ্নই আসে না।”

এদিকে, ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি শান্তিচুক্তির পরিকল্পনা দিয়েছেন। সেই পরিকল্পনা নিয়ে মঙ্গলবার মস্কোয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকও হয়েছে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, তাঁর দূতেরা মনে করেন ‘পুতিন যুদ্ধ শেষ করতে চান।’

তবে এ বক্তব্যের পরই নিজের অবস্থান স্পষ্ট করেন রুশ প্রেসিডেন্ট। আজ শুক্রবার ক্রেমলিনও জানিয়েছে, বৈঠকের পর এখন তারা ওয়াশিংটনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে।

মার্কিন পরিকল্পনার প্রাথমিক খসড়ায় দনবাসের যেসব এলাকা এখনো ইউক্রেনের দখলে, সেগুলো পুতিনের হাতে তুলে দেওয়ার প্রস্তাব ছিল। মার্কিন দূত স্টিভ উইটকফ মস্কোয় সেই প্রস্তাবের একটি সংশোধিত সংস্করণ উপস্থাপন করেন।

পুতিন বলেন, উইটকফ বা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনার আগে তিনি নতুন সংস্করণটি দেখেননি। পরিকল্পনার কয়েকটি অংশ রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি, যদিও কোন অংশে আপত্তি আছে তা প্রকাশ করেননি।