৩০০ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল দ্যা স্কলারস ফোরাম

দ্যা স্কলারস ফোরামের সংবর্ধনা অনুষ্ঠান
দ্যা স্কলারস ফোরামের সংবর্ধনা অনুষ্ঠান © সংগৃহীত

৩০০ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিয়েছে দ্যা স্কলারস ফোরাম। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। 

দ্যা স্কলারস ফোরামের পরিচালক হেলাল উদ্দিন রুবেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্যা স্কলারস ফোরামের চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন দ্যা স্কলারস পরিচালক হেলাল উদ্দিন ও সঞ্চালনা করেন ফোরামের সদস্য সচিব দেলোয়ার হোসেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল উপাচার্য। নোবিপ্রবি উপাচার্য বলেন, আজকের এই স্কলারসরাই আগামী দিনের কর্ণধার এবং দেশ ও জাতির নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ‍সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. গোলাম রহমান ভূঁইয়া। তিনি বলেন, ‘আপনারা সন্তানের জন্য সুচিন্তা করুন এবং তাদের মানুষ হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থি ছিলেন দ্যা স্কলারস ফোরাম ঢাকার চেয়ারম্যান ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোয়াজ্জেম হোসেন। তিনি শিক্ষার্থীদের বলেন, ‘জীবনের জন্য একটি লক্ষ্য নির্ধারণ কর এবং সে অনুযায়ী কাজ করে এগিয়ে যাও।’ মোবাইল ব্যবহারে সতর্ক থাকা এবং সময়ের সঠিক ব্যবহারে শিক্ষার্থীদের প্রতি উপদেশ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন, স্কলার্স ফোরাম ঢাকার উপদেষ্টা  আজিজুর রহমান আজাদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন দ্যা স্কলারস ফোরাম ঢাকার সাবেক পরিচালক ও ঢাকা জজ কোর্টের আইনজীবী শাফিউল আলম, নির্বাহী পরিচালক ইউসুফ সাবের।