মাস্ক পরে দেওয়ালে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের ভিডিও ভাইরাল

নিজেদের বিভিন্ন স্লোগান লিখছে নিষিদ্ধ ছাত্রলীগ
নিজেদের বিভিন্ন স্লোগান লিখছে নিষিদ্ধ ছাত্রলীগ © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই কর্মীর দেওয়ালে চিকা মেরে ‘জয় বাংলা’ ও ‘ইউনুস হটাও, দেশ বাঁচাও’ লেখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে ১ মিনিট ৪২ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি প্রকাশ করা হয়। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, মাস্ক, টুপি ও হুডি পরিহিত দুই কিশোর গত বুধবার মধ্যরাতে দেয়ালে রঙ দিয়ে ‘জয় বাংলা’, ‘বাংলাদেশ ছাত্রলীগ’, ‘ইউনুস হটাও, দেশ বাঁচাও’ ইত্যাদি লিখছেন।

ভিডিওটি প্রচারের পর থেকে আনোয়ারা উপজেলার জয়কালী বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে একই ধরনের দেয়াললেখা চোখে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী মো. আনোয়ার বলেন, 'রাতে কেউ দেয়ালে লেখালেখি করলে আমরা কীভাবে বুঝব কারা করেছে? রাজনৈতিক লেখা দিয়ে এলাকার পরিবেশ নষ্ট করা ঠিক না।'

এক কলেজছাত্র বলেন, 'রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে এসব লেখা করা হয়েছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়।'

অন্যদিকে কেউ কেউ ভিডিওটিকে রাজনৈতিক বার্তা ছড়ানোর কৌশল হিসেবেও দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তীব্র আলোচনা-সমালোচনা। 

অনেকেই মন্তব্য করছেন যে, 'নিষিদ্ধ সংগঠনের নামে এভাবে উস্কানিমূলক দেয়াললেখা করে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।'
অন্যদিকে কেউ কেউ এটিকে 'সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি' বলেও আখ্যা দিয়েছেন।

ক্ষোভ প্রকাশ করে আনোয়ারা উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) রাশেদ আহমেদ খান বলেন, 'বিষয়টি নজরে এসেছে । এ বিষয়ে আনোয়ারা উপজেলা যুবদল সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে নিষিদ্ধ সংগঠন যদি রাতের আঁধারে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দিতে চাই তবে শক্ত হাতে উপজেলা যুবদল এদের প্রতিহত করবে।'

এ প্রসঙ্গে জানতে চাইলে  আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, 'বিষয়টি আমরা জানতে পেরেছি। খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।'