পটুয়াখালী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ
- ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শাণোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপির মাধ্যমে অভিযুক্ত নেতদেরকে শোকজ জানানো হয়।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এই বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান ওরফে শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেয়া হইলো।
এদিকে বক্তব্য জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সচিব জাকারিয়া আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলীয় নেতা ধারণা করছেন, সাম্প্রতিক সময়ে এক নারী শিক্ষার্থী ও তার বাবাকে পেটানোর দায়ে চরমোনতাজ ইউনিয়ন ছাত্রদলের অব্যবহিত পাওয়া সভাপতিকে পদ ফিরিয়ে দেয়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয় এবং একারণের তাদের শোকজ করা হয়েছে।