আমলারা সবচেয়ে বেশি অর্থ পাচার করেছে: নাসিম মঞ্জুর
- ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৯
আমলারাই সবচেয়ে বেশি অর্থ পাচার করেছে বলে মন্তব্য করেছেন এপেক্স গ্রুপের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিডায় বিনিয়োগ সংলাপে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।
নাসিম মঞ্জুর বলেন, ব্যবসায়ীদের দায় দেওয়া হয়—পাচার করেছে। অথচ যে টাকাগুলো পাচার করা হয়েছে, সবচেয়ে বেশি করেছেন ইনফ্যাক্ট আমলারা। সো আমরা ব্যবসায়ীরা দায় নিতে চাই না।
আর ব্যবসায়ীদের যারা টাকা চুরি করেন, গ্যাস চুরি করেন, ওনাদেরকে ধরেন। ওনাদেরকে আইনের ব্যবস্থায় আনেন এবং ওনাদের দায় যেন আমাদের উপরে না আসে। প্লিজ এটা বন্ধ করি।
এর আগে, জ্বালানি খাতের অন্যতম উদ্যোক্তা আজম জে চৌধুরী এলএনজি আমদানিসহ দেশের জ্বালানি খাত বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান।
এর জবাবে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘বিদ্যুতের মতো জ্বালানি খাতে বেসরকারি প্রতিষ্ঠান যুক্ত হওয়ার নীতিমালা করা হচ্ছে। আমি প্রাইভেট সেক্টরকে দোষ দেব না। তবে প্রাইভেট সেক্টর যেভাবে আমাদের দেশে বিকশিত হয়েছে, সেটা হচ্ছে একটা ক্রনি ক্যাপিটালিজম হিসেবে।’
তিনি বলেন, ‘...আমি যদি খুব নির্মমভাবে বলি, সেটা হচ্ছে—যারা বড়লোক হয়েছে তারা, যারা ব্যাংকে দিনের পর দিন টাকা দেয় না। বড়লোক হচ্ছে কারা, সম্পদশালী কারা? সম্পদশালী হচ্ছে তারা, যারা ট্যাক্স দেয় না।’
উপদেষ্টা আরও বলেন, ‘যে রহমান (এনবিআর চেয়ারম্যান) কনফার্ম করবে, সম্পদশালী কারা? যারা গ্যাস বিল দেয় না। সম্পদশালী কারা? যারা ইলেকট্রিসিটি বিল দেয় না। এইজন্য আমি আপনাদেরকে দোষ দিতে চাই না। এটা আমাদের যারা রাজনীতিবিদ, তাদেরই দোষ।’
এ বক্তব্য দিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের অংশগ্রহণের জন্য চলে যান ফাওজুল কবির। সেই সময় নাসিম মঞ্জুর দাঁড়িয়ে ব্যবসায়ীদের একাংশের দায় নিতে চান না বলে বক্তব্য তুলে ধরেন। একইসঙ্গে অর্থপাচারের ক্ষেত্রে আমলাদের বেশি দায়ের কথা বলেন।