রাজশাহী বোর্ডে এইচএসসিতে বৃত্তি পেলেন ১৪৩৪ শিক্ষার্থী, দেখুন তালিকা

রাজশাহী শিক্ষা বোর্ড
রাজশাহী শিক্ষা বোর্ড © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজশাহী শিক্ষা বোর্ডে বৃত্তি পেয়েছেন ১ হাজার ৪৩৪ শিক্ষার্থী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বৃত্তি বিশ্লেষণ অনুযায়ী, বিজ্ঞান বিভাগ থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন ৯০ শিক্ষার্থী।  মানবিকে ৪৫ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪৪ জন করে ছাত্র ও ছাত্রী ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন।

অন্যদিকে, বিজ্ঞান বিভাগ থেকে সাধারণ বৃত্তি পেয়েছেন ৬২৮ শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ৩১৪ ও ছাত্রী ৩১৪ জন। মানবিক থেকে ৩১৪ জন যার মধ্যে ছাত্র ১৫৭ ও ছাত্রী ১৫৭ জন। এছাড়াও ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৩ জন  সাধারণ বৃত্তি পেয়েছেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে