আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষক নেতা মাসুদকে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর বদলি

সহকারী শিক্ষক মো. শামছুদ্দীন মাসুদ
সহকারী শিক্ষক মো. শামছুদ্দীন মাসুদ © টিডিসি সম্পাদিত

তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন চলমান রয়েছে। এরমধ্যে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় চার শিক্ষক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তাদেরকে এ নোটিশ দেওয়া হয়।

এদিকে, শোকজ পাওয়াদের একজন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও নোয়াখালী সদরের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামছুদ্দীন মাসুদকে অন্যত্র বদলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আরও পড়ুন: আন্দোলনে থাকা প্রাথমিকের ৪ শিক্ষক নেতাকে শোকজ

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অধিদপ্তর থেকে এক অফিস আদেশে তাকে এই বদলি করা হয়। বিষয়টি নিজেই নিশ্চিত করে মো. শামছুদ্দীন মাসুদ জানান, আমার এই বদলিতে কোনো আফসোস নেই। যেখানেই যাই আমাদের কর্মসূচি চলবে।

অফিস আদেশে বলা হয়, লক্ষ্মীপুরের রায়পুর দ. চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মো. শামছুদ্দীন মাসুদকে বিদ্যমান শূন্য পদে প্রশাসনিক কারণে নিজ বেতনস্কেলে নির্দেশক্রমে বদলি করা হল। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলে অফিস আদেশে বলা হয়।