পাকিস্তানি তারকা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে বড় চমক রংপুরের

রংপুর রাইডার্স  লোগো
রংপুর রাইডার্স লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমকে সামনে রেখে নিলামের আগেই দুই বিদেশি ক্রিকেটারকে দলে টেনেছিল রংপুর রাইডার্স। নতুন সংযোজন হিসেবে এবার যোগ দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ। গত আসরেও রংপুরের হয়ে খেলেছিলেন তিনি।

সবশেষ মৌসুমে রংপুরের হয়ে ১২ ম্যাচে প্রায় ৪৪ গড়ে ৩০৫ রান করেন ইফতিখার। মিডল-অর্ডারে ১২০–র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করার পাশাপাশি নেন ৫ উইকেট।

এদিকে এবার বেশ শক্তিশালী স্কোয়াড গড়েছে রংপুর। বিদেশি তালিকায় ইফতিখার ছাড়াও খাওয়াজা নাফে, ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিম রয়েছেন। গত মৌসুমে নাফে চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছেন, অন্যদিকে মুকিমের জন্য বিপিএলে অভিষেক হবে এটি। আর নিলামের পর নেওয়া ফাহিম গত মৌসুমে বরিশালের হয়ে খেলেছিলেন।

অন্যদিকে আগাম চুক্তিতে রংপুর রাইডার্স নিশ্চিত করেছে টুর্নামেন্টের আগামী আসরে মোস্তাফিজুর রহমানকে। রংপুর এখনো বিপিএলে শিরোপা জিততে না পারলেও নেতৃত্বগুণে নুরুল হাসান সোহান অর্জন করেছেন ব্যাপক প্রশংসা। ধারণা করা হচ্ছে, আসন্ন মৌসুমেও তিনিই দলের নেতৃত্বে থাকবেন।

রংপুর রাইডার্স

সরাসরি চুক্তি: নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিম।

নিলাম থেকে: লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, মেহেদী হাসান সোহাগ, এমিলিও গে, মোহাম্মদ আখলাক।

নিলামের পর: ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ।