আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: শিবির সভাপতি
- ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৪
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, অতীতে কিছু দালাল রাজনীতিবিদ সংগঠনটি সম্পর্কে মিথ্যা তথ্য ও অপপ্রচার করেছিলেন। কিন্তু আজকের শিক্ষার্থীরা সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে পেরে সেই অপপ্রচারকারীদের দালালদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা।
তিনি বলেন, ভারত থেকে কিছু শব্দ ছড়িয়ে বাংলাদেশে তাদের দালালদের মাধ্যমে শিবিরকে টার্গেট ও ট্যাগিং করার চেষ্টা করা হয়, কিন্তু বর্তমান শিক্ষার্থীরা আর এতে বিভ্রান্ত হন না।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাইয়ের ঐতিহাসিক প্রসঙ্গ টেনে জাহিদুল ইসলাম বলেন, ‘জুলাই শুধু একটি স্মৃতিময় সময় নয়, এটি ন্যায় ও প্রতিবাদের আদর্শে মানুষকে উজ্জীবিত করার প্রেরণা। জুলাই আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কীভাবে দাঁড়াতে হয় এবং ন্যায়ের পক্ষে দৃঢ় থাকতে হয়। প্রয়োজনে জীবন দিয়েও জালিমের কাছে মাথা নত না করার শিক্ষা রয়েছে এই ইতিহাসে।’
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের ওপর ন্যায়ভিত্তিক সমাজ গড়ার দায়িত্ব চাপিয়ে দিয়েছে।’
আরও পড়ুন: বেসরকারি প্রভাষকদের পদোন্নতি ১০০ নম্বরের মূল্যায়ের ভিত্তিতে
শিবির সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য ভালো ফল অর্জন করা হলেও শুধু রেজাল্ট করাই শেষ কথা নয়। নিজেকে ভালো ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশ তখনই এগিয়ে যাবে।
গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজ শিবিরের সভাপতি ডা. মোহাম্মদ শাওন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ড. রহিদুল ইসলাম নিরব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম, সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার ও সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি সরকার হাশেমুজ্জামান প্রমুখ।
আয়োজকদের তথ্যমতে, অনার্স প্রথম বর্ষের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অনুষ্ঠানে নিবন্ধন করেছিলেন। দীর্ঘ প্রায় ২০ বছর পর কলেজ মাঠে উন্মুক্তভাবে ইসলামী ছাত্রশিবিরের এমন কর্মসূচি অনুষ্ঠিত হলো।