কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের ঘর বিক্রির অভিযোগ
- ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:২০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি টেন্ডার ছাড়াই একটি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘর বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। শিক্ষা বিভাগ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, উপজেলার ১৮ নম্বর জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার সম্প্রতি সরকারি টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই তার নিজ এলাকার এক ভাঙারি ব্যবসায়ীর কাছে বিদ্যালয়ের একটি টিনশেড ঘর বিক্রি করে দেন। বিদ্যালয়ের টিনশেড ঘরটি বিক্রির টাকা প্রধান শিক্ষক আত্মসাৎ করেছে বলে নাম প্রকাশ না করা শর্তে অনেকে জানিয়েছে।
এলাকার সমাজসেবক অশোক বিশ্বাস বলেন, ‘কোনো নিয়ম-কানুন ছাড়াই প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার বিদ্যালয়ের টিনশেড ঘরটি বিক্রি করে দিয়েছেন। আমরা এলাকাবাসী চেয়েছিলাম টিনশেড ঘরটি কিনে বিদ্যালয়ের পাশে থাকা মন্দিরের কাজে লাগাব। কিন্তু প্রধান শিক্ষক টাকা আত্মসাৎ করার জন্য আমাদের কাছে বিক্রি না করে তার নিজ এলাকার এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।’
বিদ্যালয়টির অফিস সহকারী সমর অধিকারী বলেন, ‘শুনেছি প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার উপজেলা থেকে টেন্ডার বিজ্ঞপ্তি দিয়েই টিনশেড ঘরটি বিক্রি করেছেন। বিক্রির টাকা প্রধান শিক্ষকের কাছেই রয়েছে।’
প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার বলেন, ‘বিদ্যালয়ের টিনশেড ঘরটি অকেজো হওয়ায় উপজেলা শিক্ষা অফিস ও এলাকাবাসীকে জানিয়ে ১০ হাজার টাকায় এক ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি। এই ঘর বিক্রির টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করব।’
উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত বলেন, ‘১৮ নম্বর জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার একটি টিনশেট ঘর বিক্রি করবে বলে আমাকে জানিয়েছিলেন। কিন্তু আমি তাকে বিক্রি করতে বলিনি। তিনি যদি ঘরটি বিক্রি করে থাকেন, তাহলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’