পরকীয়া প্রেমিকসহ ক্যাম্পাস থেকে গৃহবধূকে হাতেনাতে আটক
- ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অপ্রীতিকর অবস্থায় ধরা পড়লেন পরকীয়া প্রেমিকসহ এক নারী।শিক্ষার্থীদের হাতে আটক হওয়ার পর তাদের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করা হয়। ওই নারী দুই সন্তানের মা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সিঁড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক নারী টাঙ্গাইলের সন্তোষ এলাকার রুবেল মিয়ার স্ত্রী মোছা. কাজল বেগম (২৫) এবং তার কথিত প্রেমিক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চামার ফতেহপুর এলাকার শুক্কুর আলীর ছেলে বিপ্লব মিয়া (২৫)।
প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন জানান, অপ্রীতিকর অবস্থায় শিক্ষার্থীরা ওই দুজনকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসেন। এ বিষয়ে দুজনের পরিবারকে অবগত করা হয় এবং তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
ওই দুজনকে আটক করা শিক্ষার্থীদের ভাষ্য, ‘দুজনই অপ্রীতিকর অবস্থায় ছিলেন। পরে আমরা ক্যাম্পাসের বড় ভাই এবং সাংবাদিক নিয়ে তাদের হাতেনাতে ধরি। এবং প্রক্টর স্যারকে বিষয়টি অবগত করি।’
দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. শামীম জানান, প্রক্টর অফিস থেকে আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে টাঙ্গাইলের সন্তোষ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।