শিক্ষক নিয়োগে সমতা বিধানের পরিপত্র জারি করল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
- ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:২৩
বেসরকারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশে সমতা বিধান সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমতাকরণ মাদ্রাসা পরিপত্রে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বেসরকারি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)-এর "পরিশিষ্ট-ঘ" এ উল্লিখিত সাধারণ (common) পদসমূহে নিয়োগ সুপারিশের জন্য কাম্য শিক্ষাগত যোগ্যতা (নির্দিষ্ট পদের বিপরীতে) সংশোধন করে উল্লিখিতভাবে কাম্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে প্রতিস্থাপন করা হলো।
সমতাকরণ মাদ্রাসা পরিপত্রে বলা হয়েছে,শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ [ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম), কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা] (২৩ নভেম্বর, ২০২০ পর্যন্ত সংশোধিত)-এর “পরিশিষ্ট-ঘ” এ উল্লিখিত সাধারণ (common)পদসমূহে নিয়োগ সুপারিশের জন্য কাম্য শিক্ষাগত যোগ্যতা (নিদিষ্ট পদের বিপরীতে) সংশোধনপূর্বক কাম্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে প্রতিস্থাপন করা হলো।
সমতাকরণ মাদ্রাসা পরিপত্র দেখুন এখানে
সমতাকরণ কারিগরি পরিপত্র দেখুন এখানে