বিশ্বকাপ ড্রয়ের আগে যে বার্তা দিলেন মেসি
- ০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭
ফিফা ২০২৬ বিশ্বকাপ শুরু হতে এখনও ৬ মাস বাকি। তবে বৈশ্বিক এই মহারণে উত্তাপ ছড়াতে শুরু করেছে অনেক আগেই। সেই উন্মাদনা আরও বাড়াতে শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র। সেদিনই জানা যাবে, কোন দল কার মুখোমুখি হবে ফুটবলের মহাযজ্ঞে।
এবারও শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা ও লিওনেল মেসি। তবে পথ যে সহজ নয়, তা ভালোভাবেই বুঝতে পারছেন তিনি। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপের চ্যালেঞ্জ নিয়ে খোলাখুলি কথা বলেন আর্জেন্টাইন এই অধিনায়ক।
মেসির ভাষ্যমতে, ‘আর্জেন্টিনা আবারও চেষ্টা করবে, সবটুকু ঢেলে লড়াই করবে। কিন্তু বিশ্বকাপে খুব ছোট কারণেও ছিটকে যেতে হয়। এটি অত্যন্ত কঠিন প্রতিযোগিতা। যেকোনো দলই আপনাকে বিপদে ফেলতে পারে। ধরুণ, বল পোস্টে লেগে ঢুকে গেল! আপনার টুর্নামেন্ট শেষ। কিংবা পেনাল্টিতে হারলেই স্বপ্ন ভেঙে যায়।’
অবশ্য বিশ্বকাপের আগে সমর্থকদের বড় প্রশ্ন, ২০২৬ বিশ্বকাপে আবারও দেখা যাবে কি মেসিকে? এ বিষয়ে তার মন্তব্য, শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকলে খেলতে আপত্তি নেই তার।
মেসির ভাষায়, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলা দারুণ এক অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই। যদি নিজেকে ভালো ফর্মে অনুভব করি এবং জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি, তাহলে অবশ্যই খেলতে চাই।’