পাকিস্তানের ৬ ক্রিকেটার নিয়ে বিপাকে বিপিএলের ৫ ফ্র্যাঞ্চাইজি
- ০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর দিক থেকেই নিয়মিত অংশ নিচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। শহিদ আফ্রিদি, শোয়েব মালিকদের পথ ধরে সাম্প্রতিক সময়ে সাইম আইয়ুব-আবরার আহমেদদেরও দেখা গেছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
বিপিএলের আসন্ন আসরে আবরার আহমেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও উসমান খানের মতো ক্রিকেটারদের বিভিন্ন দলে খেলার কথা রয়েছে। জাতীয় দলে না থাকলেও দল পেয়েছেন অনেক পাকিস্তানি খেলোয়াড়। তবে টি–টোয়েন্টি দলের সদস্যদের পুরো টুর্নামেন্ট পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা যাচ্চে। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে ১২ জানুয়ারি পর্যন্ত কোনো এনওসি দেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), বোর্ডের এক নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে।
এতে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যেই বিকল্প খোঁজা শুরু করেছে। চলতি বছরের ২৬ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএল। একই সময়ে পাকিস্তানের টানা দুটি টি–টোয়েন্টি সিরিজ থাকায় মূল সমস্যা বেঁধেছে।
অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলোর ধারণা, শ্রীলঙ্কা সিরিজের আগে বা শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজের মাঝের বিরতিতে কিছু পাকিস্তানি খেলোয়াড় খেলতে পারেন। আবার যারা টি–টোয়েন্টি বিশ্বকাপের মূল পরিকল্পনায় নেই, তারা হয়তো বিপিএলে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন।
এ নিয়ে পিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, “আমরা জানি পাকিস্তানি ক্রিকেটাররা পুরো মৌসুম খেলতে পারবে না। জানুয়ারির মাঝামাঝি শ্রীলঙ্কা সিরিজ আর মাসের শেষদিকে অস্ট্রেলিয়া সিরিজ আছে।”
আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কায় ক্যাম্প করাও চূড়ান্ত। এরপর জানুয়ারির শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ অপেক্ষা করছে বাবর আজমদের।
এরপর ফের শ্রীলঙ্কায় গিয়েই টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে দ্য গ্রিন ম্যানরা, ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত গড়াবে এই টুর্নামেন্ট। এবারের বিশ্বকাপও শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে।