যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২
- ০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮
যশোরে বিশেষ অভিযানে স্বর্ণপাচারের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে দুই পাচারকারীর কাছ থেকে দুই কোটি টাকার বেশি মূল্যের স্বর্ণের বার উদ্ধার করা হয়। ঢাকার তাঁতীবাজার থেকে সংগ্রহ করা এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় বিজিবি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালি থানাধীন মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১ দশমিক ১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার এবং ৩টি মোবাইল আটক করে।
আটক আসামি হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ জেলার পান্তাপাড়া উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ওই স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায়, ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে চৌগাছায় গমন করছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণসহ পাচারকারী আটক করা হয়।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।