নিলামের পর আরও বড় চমক নিয়ে হাজির নোয়াখালী
- ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও ঝড় তুলতে আসছেন মোহাম্মদ নবি। আসন্ন মৌসুমে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন অভিজ্ঞ এই আফগান অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
৪০-এর কোঠা পেরোলেও এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সমান দাপটে খেলছেন ‘মিস্টার প্রেসিডেন্ট’ খ্যাত নবি। ব্যাট হাতে আগ্রাসী শট খেলা আর বল হাতে কৃপণ বোলিং—সব মিলিয়ে নোয়াখালীর তাপমাত্রা বাড়ানোর মতো ‘ট্রাম্প কার্ড’ হয়ে উঠতে পারেন তিনি। এর আগে বিপিএলে ৬টি ভিন্ন দলে খেলেছেন নবি; সর্বশেষ ফরচুন বরিশালের জার্সিতে শিরোপাও জিতেছেন।
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে এবারের ঘরোয়া এই টুর্নামেন্টের। তবে আসর শুরুর আগেই আলোচনায় নোয়াখালী। নিলামের আগেই সরাসরি চুক্তিতে কুশল মেন্ডিস ও জনসন চার্লসকে দলে ভেড়ায় তারা। এরপর ৩০ নভেম্বরের নিলামে পাকিস্তানের ইহসানউল্লাহ খান ও হার্ডহিটার হায়দার আলীকে নিয়ে আরও শক্তিশালী হয় স্কোয়াড।
এই ধারাবাহিকতার নতুন সংযোজন নবি। আগামী ২৬ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল যাত্রা শুরু করবে নোয়াখালী।