খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন ফাতেমা ও রুপা

বেগম খালেদা জিয়ার সঙ্গে ফাতেমা বেগম
বেগম খালেদা জিয়ার সঙ্গে ফাতেমা বেগম © সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বসুন্ধরায় এভারকেয়ারের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

খালেদা জিয়ার সঙ্গে ৬ চিকিৎসক, ২ গৃহপরিচারিকাসহ ১৪ জন থাকবেন বলে জানা যায়। দুই গৃহপরিচারিকা হলেন, ফাতেমা বেগম ও রুপা সিকদার। 

জানা গেছে, গৃহপরিচারিকা ফাতেমা বেগম ২০১০ সাল থেকে বেগম জিয়ার ছায়াসঙ্গী হয়ে রয়েছেন। ২০১৮ সালে স্বেচ্ছায় বেগম জিয়ার সঙ্গে কারাগারেও ছিলেন তিনি। একজন কারাবন্দীর সঙ্গে গৃহপরিচারিকা কারাগারে থাকা নিয়ে সেসময়ে রাজনৈতিকভাবে নানান বিতর্ক হলেও তিনিও থেকেছেন কারাগারে। বেগম জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে থাকলে তিনিও থাকেন হাসপাতালে।

এর আগে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে আন্দোলনে বেগম খালেদা জিয়াকে গুলশাল কার্যালয়ের সামনে আটকে দেওয়া হয়েছিল। তখনো পতাকা হাতে বেগম জিয়ার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ফাতেমাকে। তার গ্রামের বাড়ি ভোলায়। 

সংবাদ সম্মেলনে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আজ মধ্যরাতের পর থেকে কাল সকালের মধ্যে বেগম জিয়ার শারীরিক অবস্থা দেখে লন্ডনে নেয়া হবে। উনাকে কাতার রয়েলে এয়ারলাইন্সে নেয়া হবে। 

এর আগে গত ২৯ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের কাছে একটি এয়ার অ্যাম্বুলেন্স সাহায্য চেয়ে একটি চিঠি লেখেন। এরপর কাতার প্রত্যুত্তরে জানায়, বেগম জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত আছে দেশটি। কাতারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এবার সেই অ্যাম্বুলেন্সে করেই লন্ডনে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে তাকে।