সহকারী শিক্ষকদের আন্দোলন: তালা ভেঙে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করলেন ইউএনও

ইউএনও কাউছার হামিদ
ইউএনও কাউছার হামিদ © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককেরা দাবি আদায়ে স্কুলের গেটে তালা দিয়ে পরীক্ষা স্থগিত রেখেছিলেন। আন্দোলনরত শিক্ষকদের দেওয়া তালা ভেঙে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছেন পটুয়াখালির কলাপাড়ার ইউএনও কাউছার হামিদ। আজ বৃহস্পতিবার সকালে কলাপাড়া পৌরসভার মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেটের তালা ভেঙে দিলে শিক্ষার্থীরা পরীক্ষা শুরু করে। 

এসময় শিক্ষার্থীসহ অসংখ্য অভিভাবক ও দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত তিন দিন সহকারী শিক্ষকদের কর্মবিরতি চললেও প্রধান শিক্ষকরা পরীক্ষা চালিয়ে আসছিলেন। কিন্তু গতকাল আন্দোলনরত শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ঝুলিয়ে দেন। বাকিসব স্কুলেও পরীক্ষা সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ নিশ্চিত করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিদা বেগম জানান, পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।