জবি ভর্তির জন্য পৌনে ২ লাখ আবেদন, কোন ইউনিটে কতটি
- ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:০২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য এ পর্যন্ত পৌনে ২ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। আসনপ্রতি বেশি আবেদন পড়েছে কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি’তে, প্রায় ৮৯ জন। আবেদন প্রক্রিয়া আগামীকাল শুক্রবার শেষ হচ্ছে। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এতে আবেদনের সংখ্যা আরও বাড়বে।
গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি সংক্রান্ত এক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২২ বা ২০২৩ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীরা অনলাইনে (https://admission.jnu.ac.bd) আবেদন করতে পারছেন। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১ লাখ ৭৭ হাজার ৫৭ জন আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ে এবার ২ হাজার ৮১৫টি আসনে ভর্তি নেওয়া হবে। সে হিসেবে আসনপ্রতি ৬২ দশমিক ৮৯ জন আবেদন করেছেন।
বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ এর ৮৪০ আসনের জন্য ৬৫ হাজার ২ জন; কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি’র ৭৮৫ আসনের জন্য ৬৯ হাজার ৮৭৫; বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি’র ৫২০ আসনের জন্য ১৮ হাজার ৪৩০; সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি’র ৬১০ আসনের জন্য ২২ হাজার ৬৯৩ এবং চারুকলা অনুষদ ভুক্ত ইউনিট-ই’র ৬০ আসনের জন্য ১ হাজার ৫৭ জন আবেদন করেছেন।
এই হিসাবে ইউনিট-এ এর জন্য আসনপ্রতি ৭৭ জন, ইউনিট-বি ৮৯, ইউনিট-সি ৩৫, ইউনিট-ডি ৩৭ এবং ইউনিট-ই এর প্রতি আসনের বিপরীতে ১৭ জন আবেদন করেছেন। ভর্তি প্রার্থীরা ৫ ডিসেম্বর (শুক্রবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
‘এ, বি, সি, ডি’ ইউনিটের আবেদন ফি ১০০০ (এক হাজার টাকা+ সার্ভিজ চার্জ) এবং ‘ই’ ইউনিট (চারুকলা অনুষদ) ১২০০ (এক হাজার দুইশত টাকা+ সার্ভিজ চার্জ)। বিকাশ, রকেট, সেলফিন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দেবে।
আরও পড়ুন: গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ৫ বিশ্ববিদ্যালয় আসেনি যে কারণে
চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা (ই-ইউনিট) ১৩ ডিসেম্বর-২০২৫ (শনিবার) বেলা ৩টা থেকে বিকাল ৪টা ৩০মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ (ইউনিট-এ) ২৬ ডিসেম্বর (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, বিজনেস স্টাডিজ অনুষদ (ইউনিট-সি) ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে।
সামাজিক বিজ্ঞান অনুষদের (ইউনিট-ডি) ৯ জানুয়ারি (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত; কলা ও আইন অনুষদ (ইউনিট-বি) ৩০ জানুয়ারি-২০২৬ (শুক্রবার) বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। অনিবার্য কারণে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন হতে পারে।
সে ক্ষেত্রে যৌক্তিক সময়ের পূর্বেই মিডিয়া ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। আসন বিন্যাস যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।